ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু কমেছে


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গতদিনের তুলনায় দেশটিতে কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। দৈনিক সংক্রমণ পৌঁছালো ৪৮ হাজারের গণ্ডিতে এবং মারা গেছেন এক হাজার ১৮৩ জন।

শনিবার (২৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ১৮৩ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৬৫ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৫৬৫ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে কেরল। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে ১১ হাজারের বেশি। তাছাড়া, মহারাষ্ট্রে সাড়ে ৯ হাজার, তামিলনাড়ুতে সাড়ে ৫ হাজার, অন্ধ্রপ্রদেশে প্রায় সাড়ে ৪ হাজার, কর্নাটকে ৩ হাজার ৩১০, ওড়িশাতে প্রায় ৩ হাজার ও পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত দু’হাজারের নীচেই রয়েছে।

এস এ/এডিবি/