ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় দৈনিক মৃত্যুর হার কমেছে


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। বুধবার দেশটিতে মৃত্যুর হার নিম্নগামী হলেও ফের কিছুটা বেড়েছে সংক্রমণ।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। গতকালের তুলনায় এই সংক্রমণের হার প্রায় ২ শতাংশ কম। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৮ হাজার ৯২ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৮১৭ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে মোট ৪ লাখ ৫ হাজার ৫৪ মানুষ। 

অন্যদিকে করোনা থেকে একদিনে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯০ জন মানুষ। এখন পর্যন্ত করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন প্রায় ৩ কোটি মানুষ।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা রোগী ছিলেন ৪ লাখ ৬৬ হাজার ৯৬৮ জন। 

পশ্চিমবঙ্গে বুধবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৯৮২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনায় দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৪২ শতাংশ এবং সাপ্তাহিক শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।

বুধবার প্রায় ৩৩ লাখ ৮১ হাজার মানুষ করোনা টিকা নিয়েছেন। এখন পর্যন্ত দেশে ৩৬ কোটি ৪৮ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন।

এস এ/এডিবি/