ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় দৈনিক সংক্রমণের হার কমেছে


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। গত কয়েকদিনের তালিকায় উঠা-নামা করছে দেশটির সংক্রমণ ও মৃত্যুর হার।  শনিবার দেশটিতে সংক্রমণের হার নিম্নগামী হলেও ফের কিছুটা বেড়েছে মৃত্যু।

রবিবার (৪ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন। গতকালের তুলনায় এই সংক্রমণের হার প্রায় ২ শতাংশ কম। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৬ হাজার জন। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৯৫৫ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৪ লাখ ২ হাজারের বেশি মানুষ। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন মানুষ।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে প্রায় ১০ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত ভারতে ৪১ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৯৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৩৮ হাজার ৪৯০ জনের। 

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩৫ কোটি ১২ লাখ ২১ হাজার ৩০৬জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। 

পশ্চিমবঙ্গেও কমেছে কোভিড সংক্রমণ। শনিবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। সব থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।

এস এ/এডিবি/