ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে


ভারতে করোনাভাইরাস মহামারিতে ফের বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৪০ জনের।

এরমধ্যে কেরলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১২৯, যা দেশের দৈনিক সংক্রমণের অর্ধেক।

বুধবার সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন। ফলে দেশটিতে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৮৪০ জন।

২৯ জুলাই পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৬৬২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার ৬ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৪৬৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭ লাখ ১ হাজার ৬১২ জন সুস্থ হয়েছেন।

পশ্চিমবঙ্গে বুধবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট ৮১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ১৪ জন।

বুধবার প্রায় ৪৩ লাখ ৯২ হাজার মানুষ টিকা নিয়েছেন। এখন পর্যন্ত দেশে ৪৫ কোটি ৭ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন।

এডিবি/