ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৪০


ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন মানুষ এবং মারা গেছেন ৫৪৬ জন। মঙ্গলবার এই ২ শতাংশের নিচে (১ দশমিক ৭৩ শতাংশ) থাকলেও বুধবার তা বেড়ে হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। টানা ৩৭ দিন ধরে দেশটিতে এই হার ৫ শতাংশের নিচে রয়েছে।

বুধবার (২৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন।

এদিকে ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে ফের বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন। 

দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৭ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। দেশটিতে সুস্থতার হার মঙ্গলবারের মতো বুধবারও রয়েছে ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

পশ্চিমবঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট ৬৬২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ১০ জন।

মঙ্গলবার প্রায় ৪০ লাখ দুই হাজার মানুষ করোনা টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত দেশে ৪৪ কোটি ৬১ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন।

এসএ/এডিবি/