ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমণ ৬২২২৪, মৃত্যু ২৫৪২


ভারতে করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কিছুটা বাড়লেও মৃত্যুর হার এখন অনেকটাই নিম্নগামী। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬২ হাজার ২২৪  জন। গত সোমবার এই সংখ্যা ছিল ৬০ হাজার ৪৭১ জন।

বুধবার (১৬ জুন) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ি, এ নিয়ে ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জন। আর শনাক্ত হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫ জন। আর মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতে গত ৯ দিন ধরে দৈনিক করোনা পজিটিভ শনাক্তের হার ৫ শতাংশের নিচে আছে। মঙ্গলবার এই হার ছিল ৩.২২। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগী আছেন ৮ লাখ ৬৫ হাজার ৪০৪ জন।

পশ্চিমবঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট ৩ হাজার ২৬৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ৭৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ।

এস এ/এডিবি/