ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গত দিনের তুলনায় কিছুটা কমেছে মৃত্যু ও শনাক্তের হার। শুক্রবার (২ জুলাই) নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন ও মারা গেছেন ৭৩৮ জন। 

শনিবার (৩ জুলাই)   ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৩৮ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৪ লাখ ১ হাজার ৫০ জন।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৭৭। করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জন।

দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের বেশি। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন।

শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২২। পশ্চিমবঙ্গে শুক্রবার করােনা শনাক্ত হয়েছে এক হাজার ৪২২ জনের এবং মৃত্যু হয়েছে  ২৩ জনের। যা গত ১৫ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। সব মিলিয়ে এই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫৮।

এস এ/এডিবি/