ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৯৩০ জনের মৃত্যু


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গতদিনের তুলনায় ফের বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। মঙ্গলবার (৬ জুলাই) নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন ও মারা গেছেন ৯৩০ জন। এছাড়া এদিন সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন।

বুধবার (৭ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৯৩০ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৪ লাখ ৪ হাজার ২১১ জন।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন। করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৫ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৯২০ জন।

পশ্চিমবঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, একদিনে মোট ৯৬২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন এক হাজার ৬২০ জন। অন্যদিকে রাজ্যে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ১৭ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ৬ তারিখ পর্যন্ত ভারতে ৪২ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৭ হাজার ২১৬ জনের।

এসএ/এডিবি/