ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা আক্রান্তের চেয়ে সুস্থ বেশি, মৃত্যু হাজারের নিচে


ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহতা কাটিয়ে ক্রমশ উন্নতি হচ্ছে। গত কয়েকদিন ধরেই করোনা শনাক্তের হার অনেকটাই নিম্নমুখী। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। আক্রান্তের চেয়ে সুস্থতার হার ২০ হাজার বেশি। 

মঙ্গলবার (২৯ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন এবং মারা গেছেন ৯০৭ জন।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জন।

গত ১৯ মার্চের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কমলো।

পশ্চিমবঙ্গে সোমবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট এক হাজার ৭৬১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন।

অন্যদিকে, এখনও পর্যন্ত দেশে ৩২ কোটি ৯ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন। সোমবার একদিনে ৫২ লাখ ৮০ হাজার মানুষ টিকা পেয়েছেন।

এডিবি/