ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা সংক্রমণ একদিনে কিছুটা বেড়েছে


ভারতে ফের কিছুটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৫৪১ জন।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণের রাজ্যে কেরলে। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২০ হাজার ৬২৪, যা দেশের দৈনিক সংক্রমণের ৪৯.৩০ শতাংশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ৮২৪ এবং করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩৫১ জনের।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ২৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লাখ ২০ হাজার ৫২১ জন।  এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৯৫২।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৮৯ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৫১০ জনের।

অন্যদিকে একদিনে দেশে ৬০ লাখ ১৫ হাজার ৮৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। দেশটিতে মোট ৪৭ কোটি ২ লাখ ৯৮ হাজার ৫৯৬ জন টিকা পেয়েছেন।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন এবং মারা গেছেন ৮ জন।

এডিবি/