ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা হাসপাতালে ফের আগুন, নিহত ৭


ভারতের অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা জেলার বিজয়ওয়াড়া শহরে হোটেল স্বর্ণ প্যালেসে বিধ্বংসী আগুন লেগেছে৷ এই হোটেলটি অর্থাৎ রমেশ হাসপাতালকে কভিড-১৯ কেয়ার সেন্টার হিসেবে ব্যবহার করেছিল৷

পুলিশ কমিশনার শ্রীনিবাসন জানিয়েছেন রবিবার (৯ আগস্ট) ভোরে হঠাৎ করেই কভিড কেয়ার সেন্টারটিতে আগুন লেগে যায়৷

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, হোটেলটিতে ৪০ জন ছিলেন৷ তাদের মধ্যে ৩০ জন কভিড-১৯ রোগী ও ১০ হাসপাতালের স্টাফ। এখন অবধি ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷

যখন আগুন লাগে তখন চারদিক চিৎকারে ভরে যায়৷ ঘন ধোঁওয়ায় নিঃশ্বাস নিতে পারছিলেন না মানুষজন৷ অগ্নিদগ্ধদের লেবিপেটা মেট্রোপলিটান হোটেল কভিড কেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়েছে৷ স্বর্ণ প্যালেসে হোটেলে যুদ্ধকালীন ভিত্তিতে চলছে উদ্ধারকাজ৷

প্রথমে কভিড কেয়ার সেন্টারটির একতলায় আগুন লাগে। তারপর সেটা দোতলায় ছড়িয়ে পড়ে৷ পরে অন্য তলায় দ্রুত ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে৷ 

প্রাণ বাঁচাতে চারজন একতলার জানলা দিয়ে ঝাঁপ দেন৷ পুলিশ ও দমকলকর্মীরা জানলা ভেঙে প্রচুর মানুষকে মইয়ের সাহায্যে উদ্ধার করে৷

এডিবি/