ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ গেলো ১০৮৩ জনের


করোনায় ভারতে বেড়েই চলেছে উদ্বেগ। বিশেষ করে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুসহ বেশ কয়েকটি রাজ্যের ঊর্ধ্বমুখী সংক্রমণ চিন্তায় ফেলেছে দেশটির চিকিৎসকদের মাঝে। প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৫৬ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯ লাখ ৪০ হাজার ১৩১ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৯৮ জনের।’

এছাড়া বর্তমানে দেশটিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লাখ ৩৪ হাজার ৩৮২ জন। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বর্তমানে ৩০ লাখ ৩৭ হাজার ১৫১ জন। মোট আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগীই সুস্থ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত ও প্রাণহানির দেশ হলো ভারত।

এমআইআর/ এডিবি