ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে


করোনার প্রকোপ বেড়েই চলেছে ভারতে। দেশটিতে প্রতিনিয়ত আরও ভয়ংকর হয়ে উঠছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও সাড়ে ৬৪ হাজারের বেশি রোগী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জনে।

বুধবার (১৯ আগস্ট) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ‘গত একদিনে করোনায় দেশটিতে এক হাজার ৯২ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৯ জনে।’

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান আরও বলছে, ‘দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থতার হার দেশটিতে ৭৩ দশমিক ৬৪ শতাংশ।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখের বেশি। সেইসঙ্গে এ রাজ্যে মারা গেছে ২০ হাজার ৬৮৭ জন। এর পরেই অবস্থান তামিল নাড়ু ও অন্ধ্রপ্রদেশের। ’

উল্লেখ্য, গত ১৫ দিন ধরে প্রতিনিয়ত সংক্রমণের হারে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে।

ওয়াই এ/ এডিবি