ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যু


ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় এক লাখ ৩১ হাজার ৯৬৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে প্রায় ৭৮০ জন।

এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জনে। এছাড়া দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৬৭ হাজার ৬৪২ জনে।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

পরিসংখ্যানে দেখা যায়, গত দিনের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার বেশি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৮৯৯ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অর্ধেকেরও কম। যার ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৯ লাখ ৮০ হাজার। করোনায় আক্রান্ত হওযার পর দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

এদিকে ভারতে টিকাদান কর্মসূচিও চলছে বেশ জোরেশোরেই। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৪৩ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ টিকা নিয়েছেন।

আলাদা করে বললে রাজ্যগুলোর মধ্যে শুধু মহারাষ্ট্রেই প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশের পরিস্থিতিও রীতিমতো উদ্বেগজনক।

সিবি/এডিবি/