ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা: বাড়ছে সুস্থতার হার, কমছে শনাক্ত


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। নিজ দেশে করোনার টিকা আবিষ্কার হলেও এখনো মোট জনসংখ্যার ২৫ শতাংশও টিকাকরণের আওতায় আসেনি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৭৩১ জন আর আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২৪৮ জন।

শুক্রবার (২৫ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লাখ ৩৩ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন এক হাজার ৩২৯ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৩ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ২০ হাজার ৩৪০ জন।

দৈনিক আক্রান্ত এবং মৃত্যু একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছে ৬ লাখ ১২ হাজার ৮৬৮ জন।

দেশটির কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। এগুলো হল মহারাষ্ট্র (৯,৮৪৪), কেরালা (১২,০৭৮), তামিলনাড়ু (৬,১৬২), অন্ধ্রপ্রদেশ (৪,৯৮১), কর্নাটক (৩,৯৭৯) এবং উড়িষ্যা (৩,৬৫০)।

এছাড়া আসামেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য তা দুই হাজারের নিচে নেমেছে। তেলঙ্গানায় আবার এক হাজারের বেশি। বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-এর নিচে রয়েছে।

ওয়াই এ/এডিবি/