ন্যাভিগেশন মেনু

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৪৯৮ জনের মৃত্যু


ভারতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। গত দিনের তুলনায় আজ মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে করোনাভাইরাস পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ২৪৯ জন। এ ছাড়াও মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৯৬ জন।

অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৮৫০ জন।

করোনা সংক্রমণের শীর্ষে যে প্রদেশগুলো সেগুলো হলো - মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।

দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শুধুমাত্র তামিনাড়ুতেই দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্রে ২২ হাজার ১২২, কর্নাটকে ২৫ হাজার ৩১১ এবং কেরালায় ১৭ হাজার ৮২১। গত কয়েকদিনের তুলনায় এসব রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে।

এছাড়া অন্ধ্রপ্রদেশে দৈনিক সংক্রমণ ১৩ হাজারে কাছাকাছি। পশ্চিমবঙ্গেও একটু কমে ১৭ হাজারের ঘরে। ওড়িশাতে যদিও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। আসামে আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি। বাকি সব রাজ্যে ৫ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।

পশ্চিমবঙ্গে সোমবার ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৮৮৩ জন করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে কোভিডমুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৩ জন।

ওয়াই এ/এডিবি/