ন্যাভিগেশন মেনু

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪১৭২ জনের মৃত্যু


ভারতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ মে) সকালে করোনাভাইরাস পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৪২১ জন। এ ছাড়াও মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৮২ জন।

এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ি, করোনা মহামারি শুরুর পর থেকে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। একদিনে পরীক্ষা করেছেন ২২ লাখ ১৭ হাজার ৩২০ জন। মৃত্যু ও শনাক্তে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিনে রাজ্যটিতে মারা গেছে ১১৩৭ জন। কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুর অবস্থান এর পরে।

মহারাষ্ট্রে সংক্রমণ ২৫ হাজারের নিচে নেমেছে গত দু-তিন ধরেই। কিন্তু গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের। কর্নাটকেও মৃত্যু হয়েছে ৫৮৮ জনের। তামিলনাড়ুতে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই তিন রাজ্যেই মৃত্যু সব থেকে বেশি। কেরালায় ১৭৭ জন, উত্তরপ্রদেশে ১৫৭ জন, দিল্লিতে ১৫৬ জন, পশ্চিমবঙ্গ ১৫৭ জন, রাজস্থানে ১০৫ জন, হরিয়ানায় ১২৮ জন, বিহারে ১০৪ জন, পাঞ্জাবে ১৭৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

ওয়াই এ/এডিবি/