ন্যাভিগেশন মেনু

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪২০৯ জনের মৃত্যু


ভারতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে।

শুক্রবার (২১ মে) সকালে করোনার সর্বশেষ পরিস্থিতি জানান অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। এ ছাড়াও মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জন।

অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন।  এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন ৩০ লাখ ৩৩ হাজার ৪০৮ জন। 

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৯১ জন করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯১০ জন। একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৬২ জন। 

১০-১৬ মে থেকে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে আগের তিন সপ্তাহের তুলনায়। এই প্রথমবার দ্বিতীয় ওয়েভের সংক্রমণের পর দেশটির বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গেছে।

ওয়াই এ/এডিবি/