ন্যাভিগেশন মেনু

ভারতে গিয়েও দস্যিপনা, পুলিশকে ছুরিকাঘাত


কথায় আছে স্বভাব যায় না মলে, কয়লা যায়না ধুলে। এটাই প্রমাণ করলো বাংলাদেশের তরুণী পাচারকারী। তার ছুরিকাঘাতে এক পুলিশ জখম হয়েছে।

বহুল আলোচিত ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি এক বাংলাদেশি তরুণীকে বর্বর নির্যাতন ও যৌন হয়রানির ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের গুলিতে জখম হয়েছে। এসময় তাকে গ্রেফতার করতে গিয়ে ছুরির আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে আভালাহাল্লি এলাকার রামপুরা লেকের কাছে এ ঘটনা ঘটে।

ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের নাম সবুজ। ৩০ বছর বয়সী এ যুবকের পায়ে গুলি লেগেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণীকে নির্যাতনের ঘটনার পর থেকেই পলাতক ছিল সবুজ।

তাকে প্রথমে একটি আবর্জনার স্তূপ থেকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের গাড়িতে ওঠানোর পরপরই প্রস্রাব করতে চান সবুজ। গাড়ি না থামালে এর ভেতরেই প্রস্রাব করে দেবেন বলে হুমকি দেয়।

পরে গাড়ি থেকে নামতেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবক। এসময় দুই পুলিশ সদস্যরা তাকে ধরতে গেলে তাদের ছুরিকাঘাত করে সবুজ। এতে দুইজনেরই হাতে জখম হয়। এরপর সবুজের পায়ে গুলি করে তাকে ফের গ্রেফতার করেন সঙ্গে থাকা পুলিশ উপ-পরিদর্শক শিবারাজ।

এস এস