ন্যাভিগেশন মেনু

ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড


ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুনে প্রকৌশলীসহ আটকা পরেছেন ৯ জন।  

বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকেপড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, আটকে পড়াদের উদ্ধার করতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে (এনডিআরএফ) ডেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৯ জনকে সরিয়ে নেয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শ্রীশৈলমের হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার স্টেশনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ওয়াই এ/ এডিবি