ন্যাভিগেশন মেনু

ভারতে টিকাকরণে রেকর্ড, অনেকটা কমলো দৈনিক সংক্রমণ


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে উপলক্ষে টিকাকরণে রেকর্ড গড়েছে ভারত। একদিনেই দেশে টিকা পেয়েছেন আড়াই কোটি মানুষ। যার সুফল এবার দেখা যাচ্ছে দৈনিক করোনা পরিসংখ্যানে। 

গতকাল রবিবার একধাক্কায় অনেকটাই কমলো দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে ১ শতাংশেরও নিচে নেমে গেল দেশের অ্যাকটিভ কেস।দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু ৪ লাখ ৪৪ হাজার ৮৩৮ জন। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। সেরাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৩২৫ জন।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮ জন। 

শুধু তাই নয়, এই মুহূর্তে ভারতের অ্যাকটিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের এক শতাংশেরও কম। 

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৬ লাখ ৭১ হাজার ১৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮০ কোটি ৪৩ লাখেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যারমধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৮৫ লাখের বেশি নাগরিক। ইতোমধ্যেই দেশে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ কোটি মানুষের। এরমধ্যে গতকালই করোনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫৯ হাজার মানুষের। 

এস এস