ন্যাভিগেশন মেনু

ভারতে তুষারধসে ১০ জনের মৃত্যু, বাড়বে মৃতের সংখ্যা


ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওমপ্রকাশ।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, তুষারধসের সময় সেখানে ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। তারা এখনও নিখোঁজ রয়েছেন।

ঋষিগঙ্গা জলবিদ্যুত প্রকল্পও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জোশীমঠের কাছে তুষারধসের ঘটনায় ধোলিগঙ্গায় পানির স্তর হু হু করে বাড়তে শুরু করে। তীব্র পানির স্রোতে একের পর এক গ্রাম ভেসে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সংবাদসংস্থা এএনআইকে উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, 'অনেকেই পানির স্রোতে ভেসে গিয়ে থাকতে পারেন। তাদের ভাগ্যে আসলেই কী ঘটেছে তা এখনও অনিশ্চিত। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। তবে ১০০ থেকে ১৫০ জনের মতো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।'

রেইনি গ্রামের তপোবন এলাকার একটি ভিডিওতে দেখা গেছে, তুষারধসের কারণে বাঁধ ভেঙে নদীর দু’পাশের বাড়ি ঘর ভেঙে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর ২০০ জনের একটি উদ্ধারকারী দল। চামোলি থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তায় ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, তার সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তিনি পুরো বিষয়টির উপর নজর রাখছেন।

তিনি বলেন, ‘পুরো দেশ উত্তরাখণ্ডের পাশে আছে। বিপন্ন মানুষদের জন্য প্রার্থনা করছে দেশবাসী। আমি নিজে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। উদ্ধার কাজের প্রতি মুহূর্তের খবর রাখছি আমি।’

সিবি/এডিবি