ন্যাভিগেশন মেনু

ভারতে তৈরি ২য় টিকা অনুমোদনের অপেক্ষায়, সরকার কিনবে ৩০ কোটি ডোজ


করোনাভাইরাস নিয়ে জেরবার ভারত। করোনা মোকাবেলায় উঠে পড়েও লেগেছে ভারত। তারা  বায়োটেকের কোভ্যাক্সিনের পরে দেশেই  তৈরি করেছে দ্বিতীয় করোনা টিকা। নতুন উৎপাদিত দ্বিতীয় টিকার অনুমোদন দিতে চলেছে ভারত।

সূত্র জানিয়েছে,  হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘বায়েলজিক্যাল ই’ উদ্ভাবিত এই টিকা শিগগিরই বাজারে আসতে চলেছে। এরমধ্যে সংস্থাটির সঙ্গে ৩০ কোটি ডোজের জন্য আগাম চুক্তিও করে ফেলেছে ভারত সরকার।

বায়েলজিক্যাল ই’র তৈরি করোনা টিকার তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল চলছে। এর ফলাফল সন্তোষজনক হলে সঙ্গে সঙ্গেই সেটিকে ছাড়পত্র দেয়া হবে। তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই ৩০ কোটি ডোজের জন্য দেড় হাজার কোটি রুপি অগ্রিম দিয়েছে সরকার।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী আগস্ট থেকেই টিকা উৎপাদন শুরু করবে বায়োলজিক্যাল ই। আর ডিসেম্বরের মধ্যে তাদের ৩০ কোটি ডোজ বাজারে চলে আসতে পারে।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োলজিক্যাল ই। এটি ভারতের সবচেয়ে পুরোনো বেসরকারি বায়োফার্মগুলোর একটি। তারা করোনা টিকা তৈরির কাজ শুরু করেছিল গত বছরের মার্চে। ‘রিকম্বিন্যান্ট প্রোটিন’ দিয়ে ভ্যাকসিন ক্যান্ডিডেট নকশা করেছে সংস্থাটি।

ভারত বায়োটেকের পাশাপাশি বায়োলজিক্যাল ই’র তৈরি টিকাতেও শুরু থেকেই গুরুত্ব দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নিজস্ব ফর্মুলার পাশাপাশি জনসন অ্যান্ড জনসনের সঙ্গে যৌথ উদ্যোগেও টিকা তৈরি করছে এই সংস্থা।

এস এস