ন্যাভিগেশন মেনু

ভারতে দৈনিক করো সংক্রমণে কিছুটা স্বস্তি, মৃত্যু ১৫৭৬


ভারতে করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৬০ হাজারের নিচে নেমে এসেছে, ফলে সংক্রমণে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৫৮৮ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৭৬ জন।

টানা ৮১ দিন পর ৬০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। গতকাল দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৬০ হাজার ৭৫৩ জন।

রবিবার (১৯ জুন) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ি, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫।

এদিকে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জনের। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন।

এদিকে দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৭৯ হাজার ৫২৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৩ জন।

ওয়াই এ/এডিবি/