ন্যাভিগেশন মেনু

ভারতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮, নিখোঁজ অনেক


ভারতের মহারাষ্ট্রে অতিবর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৩৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা আরও কয়েকজন নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

বৃহস্পতিবার থেকে রবিবার (২৫ জুলাই) পর্যন্ত সৃষ্ট বন্যায় দক্ষিণে মুম্বাইয়ের পাহাড়ের ধারের তালিয়ে গ্রামে ভূমিধসে ৪০ জনসহ ১১৪ জনের মৃত্যু হয়েছে। 

গত ৪৮ ঘণ্টায় বেশিরভাগ মৃত্যু হয়েছে রায়গড় ও সাতারা জেলায়। এ ছাড়াও প্রবল বৃষ্টির জেরে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কোলাপুর, রায়গড়. রত্নাগিরি, পালঘর, থানে ও নাগপুরে।

অন্যদিকে, মহারাষ্ট্রের পুনে ডিভিশনে প্রায় ৯০,০০০ জনকে নিরাপদস্থানে সরানো হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনায় ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জেলাগুলির মধ্যে রয়েছে রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, পুনে, সাতার এবং কোলাপুরে। তাছাড়া, পশ্চিমভাট পর্বত এলাকায় ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

ভূমি ধসে মৃত্যু ছাড়াও বহু মানুষ পানির তোড়ে ভেসে গেছে। স্থানীয় গ্রামবাসী জয়রাম মহাসকের স্বজনরা আটকা পড়েছিলেন তালিয়ে গ্রামে। তিনি বার্তাসংস্থা এএফপিকে জানান, ভূমিধসের ফলে অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে বন্যার পানিতে ভেসে গেছে।

উদ্ধার কাজে ভারতীয় সেনা, উপকূলরক্ষী বাহিনী বন্যা বিধ্বস্ত মহারাষ্ট্রবাসীর পাশে দাঁড়িয়েছে ভারতীয় সেনা। সেখানে এখনও পর্যন্ত ১৫ টি উদ্ধারকাজে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী জানায়, বন্যায় আটকে পড়া জনসাধারণকে উদ্ধারে স্থানীয় প্রশাসনকে সাহায্য করা হচ্ছে। শুধু মহারাষ্ট্রেই নয়, গোয়া ও কর্নাটকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে সাতটি দলকে কাজে লাগানো হয়েছে।

এডিবি/