ন্যাভিগেশন মেনু

ভারতে মৃত্যু হার নিম্নগামী হলেও ঊর্ধ্বগামী সংক্রমণের হার


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। নিজ দেশে করোনার টিকা আবিষ্কার হলেও এখনো আতঙ্কে ভারতবাসী। গত কয়েকদিনের তুলনায় বুধবার দেশটিতে মৃত্যু হার নিম্নগামী হলেও ঊর্ধ্বগামী সংক্রমণের হার। দৈনিক সংক্রমণ পৌঁছলো ৫৪ হাজারের গণ্ডিতে।

বৃহস্পতিবার (২৪ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮২ লাখ ৭৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৩২১ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৩ লাখ ৯১ হাজার ৯৮১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ১৩৭ জন। বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৫৭ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা দেওয়া হয়েছে ৬৪ লাখ ৮৯ হাজার ৫৯৯ জনকে। গত প্রায় ছয় মাস ধরে চলমান এই কর্মসূচিতে এ পর্যন্ত ভারতে টিকার আওতায় আনা গেছে ৩০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ২৮ জনকে।

এস এ/ওআ