ন্যাভিগেশন মেনু

ভারতে সমুদ্রতলে বিশ্বের সর্ববৃহৎ কেবল সিস্টেম


ভারত সমুদ্রের নীচে বিশ্বের সর্ববৃহৎ কেবল সিস্টেম তৈরি করবে। মূলত ভারতকে কেন্দ্র করেই তৈরি হবে এই কেবল সিস্টেম। ভারত ও পার্শ্ববর্তী দেশে বিপুল ডেটার চাহিদার কথা মাথায় রেখে সাবমেরিন কেবল সাপ্লাই এর সঙ্গে হাত মিলিয়ে এবং সেই সঙ্গেই একাধিক আন্তর্জাতিক কোম্পানির সাহায্য নিয়ে এই কাজ করতে চলেছে জিও (Jio)।

বিবৃতি জারি করে কোম্পানির তরফে বলা হচ্ছে, 'উচ্চ ক্ষমতার এই হাই স্পিড কেবল সিস্টেম ২০০টিবিএস-এর বেশি স্পিড-সহ ১৬,০০০ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে।'

ইন্ডিয়া-এশিয়া-এক্সপ্রেস (আইএএক্স) সিস্টেম ভারতকে দক্ষিণ পূর্ণ এশিয়ার দেশগুলির সঙ্গে যুক্ত করবে, যা সিঙ্গাপুর ছাড়িয়ে আরও এগিয়ে যাবে। অন্যদিকে ইন্ডিয়া-ইউরোপ-এক্সপ্রেস (আইইএক্স) ভারতকে পশ্চিমের দেশগুলির সঙ্গে যুক্ত করবে।

এই সিস্টেম ভারতকে মধ্যপ্রাচ্যের দেশগুলির হয়ে ইউরোপের সঙ্গে কেবেলের মাধ্যমে সরাসরি যুক্ত করবে। বিশ্বের বিপুল সংখ্যক দেশকে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত রাখবে এই কেবল সিস্টেম।

এছাড়াও মাঝে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে ইন্টার এক্সচেঞ্জ পয়েন্ট ও কনটেন্ট হাবের মাধ্যমে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী এই সার্ভিস বাড়ানোও সম্ভব হবে। IAX ও IEX-এর মাধ্যমে ভারতের অন্দরে ও ভারতের বাইরের ক্লাউড পরিষেবা ব্যবহারে সুবিধা হবে।

বিবৃতিতে রিলায়েন্স জিও আরও বলছে, 'এই প্রথম বিশ্বব্যাপী ও ফাইবার নেটওয়ার্ক সিস্টেমের কেন্দ্রে থাকতে চলেছে ভারত। তার ফলে ইন্টারনেট দুনিয়ায় ভারতের গুরুত্ব আরও দৃঢ় ভিত্তির সঙ্গে প্রতিষ্ঠিত হবে।

২০১৬ সালে রিলায়েন্স জিও লঞ্চের পরে থেকেই দেশের মানুষজনের মধ্যে ডেটার ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।'

এদিকে আইএএক্স (IAX) সিস্টেমের মাধ্যমে ভারতের সঙ্গে এশিয়া প্যাসিফিকের দেশগুলি যুক্ত হবে। মুম্বই ও চেন্নাইয়ের সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সরাসরি যুক্ত হবে এই অত্যাধুনিক সিস্টেমের দ্বারা।

এছাড়াও এই আইইএক্স সিস্টেমের মাধ্যমে ভারতের সঙ্গে সরাসরি ইটালি যুক্ত হবে। ভবিষ্যতে এই দুই ফাইবার সিস্টেম এশিয়া পেসিফিক ও ইউরোপ ছাড়িয়ে মার্কিন মুলুকের পূর্ব ও পশ্চিম উপকূলে যুক্ত হবে।

২০২৩ সালে IAX-এর পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অন্যদিকে আইইএক্স-এর পরিষেবা শুরু হবে ২০২৪ সালের শুরুতে।

এস এস