ন্যাভিগেশন মেনু

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫১ হাজার, মৃত্যু ৮৪৯


ভারতে আনলক শুরু হওয়ার পর থেকেই করোনাভাইরাস সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। ইতোমধ্যে দেশটিতে ভয়াবহ আকার ধারন করেছে এই ভাইরাস।

সময়ের সাথে সাথে দেশটিতে বেড়েই চলেছে করোনার ছোবলে আক্রান্ত সংখ্যা ও মৃতের সংখ্যা। আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। অন্যদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে দেশটি।

বুধবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশটিতে গত ২৪ ঘণ্টায়  করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫১ হাজার ২৮২ জন, মৃত্যু হয়েছে ৮৪৯ জনের। দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ১০ হাজার ৬৮১। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৮৫৬ জনের।’

এছাড়া বর্তমানে দেশটিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ৯০৮ জনের। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বর্তমানে ১২ লাখ ৮২ হাজার ৯১৭ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের দিক থেকেও এগিয়ে এ রাজ্য। এরপরই রয়েছে গুজরাট, দিল্লি ও রাজস্থান। চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তারপর রয়েছে তামিলনাড়ু।’

এমআইআর/ এডিবি