ন্যাভিগেশন মেনু

ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত আড়াই লাখের বেশি, মৃত্যু ১৫০১


ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক হাজার ৫০১ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে দুই লাখ ৬১ হাজার ৫০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) সকালে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেলো।

প্রতিবেদনে আরও বলা হয়, টানা চারদিন ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহেই সংক্রমিতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের তালিকায় শীর্ষ পাঁচে আছে মহারাষ্ট্র ৬৭ হাজার ১২৩জন, উত্তর প্রদেশ ২৭ হাজার ৭৩৪ জন, দিল্লি ১৭ হাজার ৪৮৯ জন এবং ছত্তিশগড় ১৬ হাজার ৮৩ জন।

এদিকে করোনা আবহে দেশটিতে একাধিক পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর (সিবিএসই) তরফে দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া নিট-পিজি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আইসিএসসিই জানিয়েছে তাদের দশম শ্রেণীর পরীক্ষা আপাতত স্থগিত থাকছে।

সিবি/এডিবি/