ন্যাভিগেশন মেনু

ভারতে ২৪ ঘণ্টায় সুস্থ দেড় লাখ করোনার রোগী


ভারতে আক্রান্তের হার বাড়লেও প্রতিদিনই বাড়ছে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার  জানিয়েছে ভারতে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দেড় লাখ করোনা রোগী । এ সময় হাসপাতাল ছেড়েছেন ৭০ হাজার ৭২ জন করোনা রোগী।

গত ৩ সেপ্টেম্বর সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৫৮৪ জন, ১ সেপ্টেম্বর ৬৫ হাজার ৮১ জন এবং ২৪ আগস্ট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬৩২ জন। এ নিয়ে  মোট আক্রান্ত হয়েছে ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫ জনের। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জনে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে রবিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন।

এস এস