ন্যাভিগেশন মেনু

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় সুস্থ লক্ষাধিক, মৃত্যু ১০৫৬


ভারতে আক্রান্তের হার বাড়লেও প্রতিদিনই বাড়ছে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন লক্ষাধিক করোনা রোগী।

ভারতে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৪৬৮ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে সুস্থ রোগীর সংখ্যা প্রায় ৪৫ লাখে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ৭৪ হাজার ৪৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬ জনের। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৬৫ জনে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘করোনায় দেশটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই সনাক্ত রোগী ১২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৩৩ হাজারের বেশি মানুষ। এরপরেই অবস্থান অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও দিল্লির।’

সিবি/এমআইআর/এডিবি