ন্যাভিগেশন মেনু

ভারতে ২৪ ঘণ্টায় ৩৩১০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত


ভারতে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। গত দুইমাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন।

রবিবার (১৩ জুন) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তথ্যমতে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯। মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জনে।

গত ছয়দিন ধরেই এক লাখের নিচে রয়েছে সংক্রমণ।

এদিকে গত ২৪ ঘণ্টয় দেশে সুস্থতার হার ৯৫.২৬ শতাংশ। একদিনে করোনামুক্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৬২ জন।

ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ১৫৯।

অন্যদিকে দেশটিতে ২৫ কোটি ৩১ লাখ ৯৫ হাজার 8৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে তামিলনাড়ু, কেরালা এবং মহারাষ্ট্র। তামিলনাড়ুতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১০৮, কেরালায় ১৩ হাজার ৮৩২ এবং মহারাষ্ট্রে ১০ হাজার ৬৯৭।

ওয়াই এ/এডিবি/