ন্যাভিগেশন মেনু

ভারতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা


ভারতে করোনাভাইরাস সংক্রমণের কারণে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দেশের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এ তথ্য জানিয়েছে।

ডিজিসিএ একটি সার্কুলার প্রকাশ করে জানিয়েছে, 'আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে নির্দিষ্ট কোনও ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট কোনও রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে।'

উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকে করোনা অতিমারীর কারণে দেশজোড়া লকডাউনের জেরে দেশের সব বিমানবন্দরে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বিমান ওঠা-নামা।

ওয়াই এ/ এডিবি