ন্যাভিগেশন মেনু

ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে গুগল


ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে গুগল। সোমবার (১৩ জুলাই) এক ট্যুইটে সে কথা জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিঁচাই।এটি ভারতে গুগলের সর্বাধিক বিনিয়োগ।

ভারতের ডিজিটাল অর্থনীতি চাঙ্গা করতে এই ৭৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করলেন সুন্দর পিচাই। দেশের ডিজিটাল সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগামি ৫-৭ বছর এই তহবিল ব্যবহার করা হবে।

ট্যুইটে গুগল সিইও লিখেন, 'আজ গুগল ফর ইন্ডিয়া ঘোষণা করছে ১০ বিলিয়ন ডলারের ডিজিটাইজিশন ফান্ড। ভারতের ডিজিটাল অর্থনীতি উন্নতিতে কাজ করবে এই তহবিল। আমরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বপ্নপূরণের সহযোগী হতে পেরে কৃতজ্ঞ। এর জন্য প্রধানমন্ত্রীজিকে ও মন্ত্রী রবিশংকর প্রসাদকে ধন্যবাদ।'

তিনি আরও বলেছেন, 'ভারতের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যত নিয়ে আমরা আশাবাদী। সেই আশা পূরণের প্রতিফলন এই তহবিল।'

চিনের সঙ্গে উত্তেজনা ও লকডউনের আবহে সুন্দর পিঁচাইয়ের এই ঘোষণা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তৈরি হবে কর্মসংস্থানও।

করোনা সংক্রমণ আর লকডাউন, দুইয়ের জেরে ভারতের অর্থনীতি মার খাচ্ছিল। উপরন্তু চিনের সঙ্গে উত্তেজনার ধাক্কা লেগেছিল শেয়ার বাজারেও। গুগলের এই ঘোষণায় শেয়ার বাজার যে চাঙ্গা হবে তা বলাই বাহুল্য।

এডিবি/