ন্যাভিগেশন মেনু

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ


বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। ভারতের যেসব অঞ্চল থেকে পেঁয়াজ আসে সেখানে বন্যায় ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। ফলে আপাতত দেশের বাইরে পিয়াজ যাচ্ছে না। তবে সংকট কাটলে যেকোনো সময় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল কাস্টমস। এতে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে প্রায় শতাধিক পিয়াজ বোঝায় ট্রাক আটকা পড়ে। ফলে পচনশীল পণ্য নিয়ে বেকায়দায় পড়েছেন আমদানিকারকরা।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, সকাল ৯টায় এক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকে। এর পর কাস্টমস পেঁয়াজ রপ্তানিতে বাঁধা দেয়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, পিয়াজ আমদানি সহজ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে বেনাপোল বন্দরে বৈঠক করেন। কিন্তু বিকালের পর হঠাৎ করে বিভিন্ন মাধ্যমে জানা যায় ভারত থেকে আর পেঁয়াজ ঢুকছে না। তবে পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কোনো চিঠি দেয়নি।

সিবি/এডিবি