ন্যাভিগেশন মেনু

ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন


ভারত বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

সোমবার (২ আগস্ট) রাতে বিএমআরসি সভাপতি অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী সংবামাধ্যমমে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে আমরা এই অনুমোদন দিয়েছি। এই টিকার ট্রায়ালে আর কোনও বাধা নেই।’

তবে কবে নাগাদ এই ট্রায়াল শুরু হবে, সেই বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) বেশ কয়েক মাস আগে এই টিকা ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে অনুমতি চেয়েছিল।

ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ যৌথভাবে ‘কোভ্যাক্সিন’ নামে করোনার টিকা উদ্ভাবন করেছে।

তবে, ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনকে এখন পর্যন্ত ছাড়পত্র দেয়নি বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জরুরি ভিত্তিতে এই টিকা ব্য়বহারের জন্য ছাড়পত্রের দাবিতে ইতোমধ্যেই ডব্লিউএইচও'র কাছে আবেদন করেছে ভারত বায়োটেক।

কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, ওই টিকার তিনটি ট্রায়ালের পর এটা প্রমাণিত যে, করোনার এই টিকা ৭৭.৮ শতাংশ কার্যকরী। আর করোনার ডেলটা ভ্যারিয়্যান্টের উপর এর কার্যকারিতা ৬৫.২ শতাংশ।

এডিবি/