NAVIGATION MENU

ভারত সীমান্ত থেকে চিন-পাকিস্তানের সেনা সরিয়ে নিতে জেএফবিআই’র আহবান


উপমহাদেশে উত্তেজনা হ্রাসে ভারত সীমান্তের কাছ থেকে  চিন ও পাকিস্তানের সৈন্য প্রত্যাহারের দাবিতে ‘জার্নালিস্ট’স ফোরাম ফর বাংলাদেশ- ইন্ডিয়া ফ্রেন্ডশিপ’-জেএফবিআইএফ শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

সমাবেশে বক্তারা  উত্তেজনা হটাতে চিনের সৈন্য  প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, আমরা এই উপমহাদেশে শান্তি চাই, যুদ্ধ নয়। কেননা যুদ্ধ কখনো শান্তি বয়ে আনেনা। একে চলছে করোনা কাল, তার ওপর চিনের সৃষ্ট এই উত্তেজনা বিশ্বশান্তির জন্য হুমকিস্বরুপ।

চিন শুধু ভারত সীমান্তই নয়- তাইওয়ান, হংকং সীমান্তে সৈন্য সমাবেশ ও চিন সাগরে যুদ্ধ জাহাজ পাঠিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে। এর প্রতিবাদও জানিয়েছে যুক্তরাস্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানসহ নানা দেশ।

বক্তারা বলেন, উত্তেজনার মধ্যে আরেক গরম খবর- ভারতের উত্তর প্রান্তের লাদাখ সীমান্তে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চিন। আমেরিকার পররাষ্ট্র সচিব মাইক পম্পেও গত মঙ্গলবার কোয়াড গ্রুপের সদস্য ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টোকিওতে এক বৈঠকে এ তথ্য তুলে ধরেন।   

চিন লাদাখ-এর মালিকানা দাবি করে মাসাধিককাল আগেও সৈন্য সমাবেশ ঘটিয়েছে। চিনের অনুপ্রবেশ রুখতে গিয়ে ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। এ নিয়ে উপমহাদেশের মানুষ চরম আতংকিত। চিন শুধু নিজেই নয়- ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়েছে নেপালকেও। চিনের ফাঁদে পা ফেলে নেপাল একধাপ এগিয়ে গিয়ে ভারতের ভূ-খণ্ডকে নিজেদের বলে দাবি করে তাদের মানচিত্রে অর্ন্ত:ভুক্ত করেছে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন- জার্নালিস্ট’স ফোরাম ফর বাংলাদেশ- ইন্ডিয়া ফ্রেন্ডশিপ-এর আহবায়ক সুকুমার সরকার, এর সদস্য- আমাদের অর্থনীতি/আমাদের নতুন সময়’র নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ দত্ত, ডেইলিখবর২৪.কম-এর পলিটিক্যাল এডিটর শামীম সিদ্দিকী প্রমুখ। 

বক্তারা আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাস তৈরির হোতা তথা কারখানা উপমহাদেশের দুষ্টক্ষত পাকিস্তান বরাবরই কাশ্মীর সীমান্তে জঙ্গিপনা চালিয়ে শান্তি বিনষ্ট  করে চলেছে। এতে করে হামলাকারী জঙ্গি ও সীমান্তে প্রহরারত ভারতীয় সেনার পাশাপাশি নিরাপরাধ সাধারণ কাশ্মীর নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন। যা শান্তির পথে অন্তরায়।

এস এস