NAVIGATION MENU

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা


বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

শুক্রবার (২৬ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের পাশাপাশি দেশের অন্য এলাকাগুলোতেও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী দুইদিনে বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের পাশাপাশি দেশের অন্য এলাকাগুলোতেও মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা যায়, উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশের অভ্যন্তরীণ রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ওয়াই এ/এডিবি