ন্যাভিগেশন মেনু

ভাসানচরে চুরি করতে গিয়ে ৪ রোহিঙ্গা কিশোর আটক


নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরের আশ্রয়ন প্রকল্পে সৌর বিদ্যুতের প্যানেল (সোলার প্যানেল) চুরি করার সময় ৪ রোহিঙ্গা কিশোরকে আটক করেছে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এপিবিএন সিভিল টিম ও এফআইএস।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে আটককৃতদের নৌবাহিনী ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হচ্ছে - ভাসানচর ৫০ নম্বর ক্লাস্টারের রশিদের ছেলে এরশাদ (১৪), ২৮নং ক্লাস্টারের এহসান উল্যার ছেলে রফিক (১৩), ২৪নং ক্লাস্টারের আমির হামজার ছেলে কামাল হোসেন (১৫) এবং ৬২ ক্লাস্টারের হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক (১৩)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, সোমবার রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৩নং ক্লাস্টারে আটককৃত রোহিঙ্গা কিশোররা সোলার প্যানেল চুরি করছিল। এ সময় আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএ/এসএ/এডিবি/