ন্যাভিগেশন মেনু

ভিয়েতনামে ভূমিধসে ২২ সেনা নিখোঁজ


ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় প্রদেশ কোয়াংত্রিতে প্রবল বর্ষণের কারণে একটি আর্মি ব্যারাকে ভূমিধসে সামরিক বাহিনীর অন্তত ২২ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) ভোরে ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশে এই ঘটনা ঘটে।

ভিয়েতনাম সরকারের বিবৃতি দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ‘বছরজুড়ে ভয়াবহ বন্যার বিরুদ্ধে লড়াই করা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে রবিবার সকালে ভূমিধস হয়। এতে ২২ সেনার হদিস মিলছে না।’

ভিয়েতনামের উপ-প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং সাংবাদিকদের বলেন, 'আমরা আরও একটি নির্ঘুম রাত কাটিয়েছি'।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সরকার ফেসবুকে একটি পোস্টে বলেছে, ‘প্রাকৃতিক দুর্যোগে আমরা দুজন জেনারেল ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ এতো বেশি সামরিক সদস্যকে কখনোই হারাইনি।’

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘কুয়াং নদীর পানি গত ২০ বছরের মধ্যে এবার বিপদসীমার সবচেয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

চলতি মাসের শুরু থেকে ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বৃষ্টি ও বন্যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসে এরই মধ্যে দেশটির মধ্যাঞ্চলে ৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওয়াই এ/এডিবি