ন্যাভিগেশন মেনু

ভুয়া ডিবি ও জালনোট তৈরি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ লাখ জাল টাকা ও জালনোট তৈরীর সরঞ্জামসহ জাল টাকা তৈরীর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। এছাড়া ভুয়া ডিবি পুলিশ চক্রের তিন সদস্যকেও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তারকৃতরা হলেন - মোঃ ইউসুফ আলী, আব্দুর রহিম ওরফে হেলাল হোসেন রহিম, ফজলে রাব্বী মিয়া ও মোঃ জাহিদ ইসলাম।

ব্রিফিংয়ে জানান, রাজধানীর ডেমরা এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৬৫ লাখ টাকা বাংলাদেশি মূল্যমানের জালনোট, একটি ল্যাপটপ, পাঁচটি কালিসহ দুইটি কালো রংয়ের প্রিন্টার, জালনোট তৈরীর কাগজ চার বান্ডিল, জাল টাকা প্রস্তুতের নিরাপত্তা সুতা ১০ পাতা, জালনোট তৈরীর ডাইস দুইটি, কাটার চারটি, জাল নোট তৈরীর ব্যবহারকৃত আঠা একটি, সাদা রংয়ের কালি পাঁচটি ও একটি কাঁচ উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে যাত্রাবাড়ি এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো -  মোঃ বারেক (৩৭),  মোঃ আবুল কাশেম ওরফে জীবন ব্যাপারী (৫৬) ও  মোঃ স্বপন আকন্দ (৪০)। এ সময় তাদের নিকট থেকে একটি দেশীয় তৈরী পিস্তল এক রাউন্ড পিস্তলের কার্তুজ, একটি ডিবি লেখা জ্যাকেট এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জানান, তারা ব্যাংকে টাকা বহনকারী ও টাকা উত্তোলকারীদের টার্গেট করতেন। পরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ-স্বর্ণলঙ্কার নিয়ে ছেড়ে দিতেন।

সিবি/এডিবি