ন্যাভিগেশন মেনু

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দাবিকৃত প্রতারক গ্রেপ্তার


ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয়ে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর কাছে ফোন দিয়ে চাঁদা দাবি করায় মোঃ সাজেদুর রহমান সাজিদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৪ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের কসাইবাড়ি রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও মাদক ব্যবসায়ী মোঃ সাজেদুর রহমান সাজিদকে (৪০) গ্রেপ্তার করে র‌্যাব-১।

এ সময় গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০টি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ের ভিজিটিং কার্ড, দুইটি সরকারি জাল সিল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, একটি পেনড্রাইভ, একটি মেমোরি কার্ড এবং প্রতারণা করে হাতিয়ে নেয়া নগদ ৫ হাজার১২০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ২০০১ সালে রংপুর হতে বিএ পাশ করে। পরবর্তীতে ২০১৫ সালে একটি প্রাইভেট কোম্পানিতে এসআর পদে যোগদান করে। আসামী চাকরির পাশাপাশি বিগত এক বছর যাবত প্রতারণার সাথে জড়িত। সে নিজেকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। আসামী সাজেদুর ভূমি মন্ত্রণালয়ে কর্মরত তহসিলদারদের চাকরিচ্যুত করার হুমকি দিয়ে তাদের নিকট হতে নগদ টাকা হাতিয়ে নেয়।

এছাড়াও সে সাধারণ মানুষের সাথে প্রতারণার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন।

এর আগে সে ডিবি সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড করায় পৃথক মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে জানায় র‌্যাব।

এস এ/এডিবি