ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের পুনর্নির্মাণ শুরু


কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন অবস্থায় ভেঙে ফেলা ভাস্কর্য পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া পৌরসভায় পাঁচ রাস্তার মোড়ে ভাস্কর্যের ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় স্থাপনের কাজ শুরু হয়।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে।

গত ৪ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুষ্কৃতীরা।

এ ঘটনার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। প্রতিবাদে রাজপথে নামেন সর্বস্তরের মানুষ।

পরে সিসিটিভি ফুটেজ দেখে ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে ২ মাদ্রাসাছাত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এস এ/এডিবি