ন্যাভিগেশন মেনু

ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা- উরুগুয়ে


কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

এ ম্যাচে সুয়ারেজ-কাভানির শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কোপা আমেরিকায় ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে লিড নিয়েও পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ করার মতই একটা দল অস্কার তাবারেজের উরুগুয়ে। উরুগুয়ের দলে রয়েছে সুয়ারেজ-কাভানির মতো দুই নাম্বার নাইন। মিডফিল্ডে রিয়ালের ফেডে ভালভার্দের সাথে আছে লুকাস তোরেইরা, ডিফেন্সে অভিজ্ঞ গডিনের সাথে বার্সেলোনারা আরাহোদের মতো ইয়াং স্টার। সব মিলে আর্জেন্টিনা-উরুগুয়ের মাঝে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল প্রেমীরা।

অপরদিকে বর্তমানে প্রায় প্রতি ম্যাচেই লিড নিয়েও জয়ের দেখা না পাওয়ায় পয়েন্ট হারাচ্ছে আর্জেন্টিনা। সব মিলে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝের ব্যবধানটাই আরও পিছিয়ে দিচ্ছে আর্জেন্টিনাকে।

তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় আর্জেন্টিনার বর্তমান টিমটা বেশ ব্যালেন্সড। অ্যাটাক, মিড, ডিফেন্স সব পজিশনেই আছে ওয়াল্ডক্লাস প্লেয়ার।

এমআইআর/ওআ