ন্যাভিগেশন মেনু

ভোলায় ডাকাতি করতে গিয়ে শিশুকে ডোবায় ফেলে হত্যা!


ভোলা জেলার সদর উপজেলায় ডাকাতি করতে গিয়ে ডাকাতদল তিন মাসের শিশু মারিয়াকে পানিতে ফেলে হত্যার অভিযোগ করেছে শিশুটির পরিবার।

মঙ্গলবার (৬ জুলাই) মধ্যরাতে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে দিনমজুর মঞ্জুর আলমের ঘরে এ ঘটনাটি ঘটে।

মৃত শিশু মঞ্জুর আলম ও শাহনাজ বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। তাদের দুই বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (৭ জুলাই) দুপুরে পুলিশ শিশুটির মা-বাবাকে থানায় নিয়ে গেছে।

শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরের সামনের দরজা খুলে চার ডাকাত ভেতরে প্রবেশ করে। তাদের সকলের শরীর কালো পোশাকে ঢাকা ছিল। ঘরে ঢুকার বিষয়টি টের পায় মঞ্জুরের স্ত্রী শাহনাজ বেগম। একপর্যায়ে ডাকাতরা শাহানাজের হাত-পা ও মুখমন্ডল বেঁধে ডাকাতি করেন। ডাকাতি চলাকালে শাহানাজের তিন মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি করলে ডাকাতরা তাকে ঘরের পেছনে ডোবায় ফেলে দেয়।

পরে ঘরে থাকা এক হাজার ২০০ টাকা ও এক ভরি স্বর্নলংকার নিয়ে যায় ডাকাতরা। ডাকাতরা চলে যাওয়ার পর কৌশলে শানাহাজ শব্দ করলে ঘরে থাকা তার ঘুমন্ত স্বামী মঞ্জুর আলম ও শাহানাজের শাশুড়ি সজাগ হয়ে পুকুর থেকে শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি পুলিশকে অবহিত করলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন ও তদন্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেনসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ নিয়ে যায়।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ও জিজ্ঞাসাবাদের জন্য মৃত শিশুটির বাবা ও মাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে ওসি মো. এনায়েত হোসেন জানান, ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএম/সিবি/এডিবি/