ন্যাভিগেশন মেনু

ভোলায় বিধিনিষেধ অমান্য করায় ১৯৮ জনকে জরিমানা


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছে নৌবাহিনী। কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমাণ আদালতের সাথে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। 

এ ছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্ট এবং ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এদিকে গত ২৪ ঘন্টায় বিধিনিষেধ অমান্য করায় জেলায় ৪ জনকে কারাদণ্ড এবং ১৯৮ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যাদের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে জেলা সদরে ৩৭ জনের ৩২ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ছয় জনের ১ হাজার ৮০০ টাকা, বোরহানউদ্দিনে ২৪ জনের ১১ হাজার ৩০০ টাকা, লালমোহনে ৭ জনের ৩ হাজার ৬০০ টাকা, চরফ্যাশনে ১২ জনের ১৭ হাজার ৯০০ টাকা এবং ৪ জনের ২ হাজার টাকা। একইসঙ্গে বিনা কারণে ঘোরাফেরা করায় চরফ্যাশনে এক জনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে জেলার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। তবে শহরের অলিগলি আর গ্রামগঞ্জে মানুষকে অনেকটাই স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার নিয়ে ছয় উপজেলায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।

এএম/এডিবি/