ন্যাভিগেশন মেনু

ভোলায় সুদের টাকার জন্য বৃদ্ধকে পেটানোর অভিযোগ


ভোলা বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকার মো. নিরব হোসেন ওরফে (সুদি নিরব) সুদের টাকার জন্য মো. হোসেন আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটকিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধ।

গত শুক্রবার (২৫ জুন) বোরহানগঞ্জ বাজারের এ ঘটনা ঘটে।

মো. হোসেন আলী (৭০) অভিযোগ করে বলেন, 'গত শুক্রবার বয়স্ক ভাতার জন্য বোরহানগঞ্জ বাজারে যাই। ওই সময় একটি দোকান হতে চা ও পাউরুটি খেয়ে বের হতে দেখে বোরহানগঞ্জ বাজারের সুদি নিরব আমাকে অন্য একটি চায়ের দোকানে ডেকে নেয়। সে আমাকে বলে আমার সুদের টাকা দিয়ে যেতে হবে। আমি বললাম আমার বউ তোমার কাছ হতে ৬ হাজার টাকা নিয়ে সুদ সহ ১৪ হাজার টাকা দিয়েছে।'

তিনি বলেন, 'বাকবিতণ্ডার এক পর্যায় আমার উপর ক্ষিপ্ত হয়ে বলে তুই টাকা না দিয়ে আজ যেতে পারবি না। এ কথা বলেই আমার দুই গালে (মুখে) থাপ্পর মারতে থাকে। ওই সময় আমি টিনের উপর গিয়ে পড়ি। পরে আমাকে দোকানের ভিতর আটকে রাখে। পরে আমার এক শ্যালকের ছেলে গিয়ে সেখান হতে উদ্ধার করে আনে। আমি বোরহানউদ্দিন থানায় অভিযোগ দিয়েছি। ওনার বাবার সমান বয়স আমার আমাকে লাঞ্ছিত করার সঠিক বিচার চাই।'

এ ব্যাপারে মো. নিরব হোসেন আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওর ছেলে আমার ছেলেকে বিদেশ নিবে বলে টাকা নিয়েছে। আর আমার নামে থানায় মিথ্যা অভিযোগ করে।'

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল জানান, ওই বৃদ্ধকে সুদের টাকা জন্য মারধর করেছে। থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএম/সিবি/এডিবি/