ন্যাভিগেশন মেনু

ভ্যাকসিনের দাবিতে আটকেপড়া কুয়েত প্রবাসীদের সংবাদ সম্মেলন


বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের পাসপোর্টের তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় সকল পরিসেবা ও ভ্যাকসিনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

রবিবার (২০ জুন)  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসী ফোরামের আয়োজনে এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আটকেপড়া কুয়েত প্রবাসী মনিরুল ইসলাম মারুফ। 

করোনার ভয়ে নয় বরং প্রবাসীদের পরিবারকে ক্ষুধার্ত হয়ে মরে যাওয়া থেকে বাঁচাতে করোনার টিকা চাই। এমন মন্তব্য করেছেন দেশে ফিরে আটকেপড়া কুয়েত প্রবাসী ফোরামের সমন্বয়ক মনিরুল ইসলাম মারুফ।

মনিরুল ইসলাম মারুফ বলেন, করোনাকালে এবং এর আগে কুয়েত থেকে প্রবাসীরা যারা ছুটিতে দেশে এসেছিলেন, তারা একবছরেরও বেশি সময় ধরে আটকে আছেন। যার কারণে অনেকেরই আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে এসব প্রবাসী কর্মস্থলে ফেরত যেতে না পেরে নিঃস্ব হয়ে চরম হতাশায় দিনযাপন করছেন। 

এদিকে যাদের এখনও মেয়াদ রয়েছে, তারাও দিন গুনছেন কখন কুয়েতে নিজ কর্মস্থলে ফিরতে পারবেন। কিন্তু টিকা ও জাতীয় পরিচয়পত্রের জটিলতার কারণে টিকা গ্রহণের ব্যাপারটি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে- অনুমোদিত চারটি টিকার যেকোনো একটি নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। এমন অবস্থায় বৃহত্তর স্বার্থে দেশে থাকা কুয়েত প্রবাসীদের অনুমোদিত চারটি টিকা- ফাইজার, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন যেকোনো একটি টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

এস এস