ন্যাভিগেশন মেনু

ভ্যাপসা গরমে জীবন ওষ্ঠাগত


প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে। ক্ষণিকের জন্য হলেও স্বস্তি মিলছে বটে। কিন্তু তারপরেই আবার তাতিয়ে উঠছে জনপদ।জ্যৈষ্ঠের শুরুতেই অসহনীয় উষ্ণতা ছড়াচ্ছে। 

ভ্যাপসা গরমে জীবন ওষ্ঠাগত। রয়েছে, অস্বস্তিকর তাপপ্রবাহ, সঙ্গে অসহনীয় গরম আর কিয়দংশে ঝড়বৃষ্টি । দেশের  ১০টি অঞ্চল ও দুটি বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রতিদিন চোখ বুলালেই মিলছে উর্ধ্বমুখী ব্যারোমিটারের পারদ।  

তবে আবহাওয়া অধিদপ্তরের  সতর্কবার্তা বলছে, তাপদাহ থেকে এখনই নিস্তার মিলবে না। আরও অন্তত ৬/৭ দিন ক্রমাগত তাপমাত্রা বাড়তে পারে।

গরমে হাঁসফাঁস  অবস্থা সবার মাঝে। ঢাকায় কোন কোন দিন  তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বলা হচ্ছে, ২৬ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহ থাকবে। মাঝে সামান্য বৃষ্টি হতে পারে। 

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এ কারণে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা অঞ্চল এবং খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে ইতিবাচক দিক হচ্ছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম, ৫৮ শতাংশ। এ কারণে ঘাম দিচ্ছে না। আগামী এক সপ্তাহে এই পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।বরং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

এস এস