ন্যাভিগেশন মেনু

মঈনকে ‘আইএস সদস্য’ অপবাদ তসলিমার, ইংল্যান্ড ক্রিকেটে তোলপাড়


ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার মঈন এখন আইপিএল খেলতে ভারতে আছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এবার মাঠ মাতাবেন ইংলিশ এই অলরাউন্ডার। ধর্মভিরু এই ক্রিকেটার কখনোই অ্যালকোহলজাতীয় পানীয়ের প্রচারণায় নিজেকে জড়াতে চান না। তাই জার্সিতে স্পন্সর হিসেবে দলের সবাই ‘মদে’র ব্র্যান্ডের লোগো ব্যবহার করলেও মঈন অনুরোধ করে নিজের জার্সি থেকে লোগো সরিয়ে নেন।

এবারও তেমন অনুরোধই করেছেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির কাছে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে লোগো সরিয়ে দিতে রাজি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এই বিষয়টিতে তসলিমা নাসরিন নিজের টুইটার থেকে পোস্ট করেন, ‘মঈন আলি ক্রিকেট না খেললে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতো।’

এমন পোস্টে দেখে, ইংল্যান্ডের হয়ে খেলা আরেক মুসলিম ক্রিকেটার সাকিব মাহমুদ ক্ষোভ প্রকাশ করেছেন। চার ওয়ানডে ও ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই পেসার বলেন, ‘বিশ্বাস হচ্ছে না, জঘন্য টু্ইট, জঘন্য ব্যক্তিত্ব।’

তাসলিমা নাসরিনের পোস্ট রিটুইট করে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী পেসার জোফরা আর্চার লিখেন, আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় না!’

মঈন ইস্যুতে আরেকটি পোস্ট দিয়ে তসলিমা বলেন, ‘আমাকে যারা ঘৃণা করেন, তারা ভালো করেই আগের পোস্টের মশকরার অর্থ জানেন। তবে তাঁরা এই বিষয়টিকে ইস্যু করেই আমাকে আক্রমণের পথ বেছে নিয়েছেন। কারণ আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ বানাতে চেষ্টা করি। ইসলামিক উন্মত্ততার সবসময় বিরোধিতা করি। মানব সমাজের সবথেকে বড় ট্র্যাজেডি হল, নারীবাদী বামপন্থীরা সবসময় নারীবিদ্বেষী ইসলামকে সমর্থন করেন।’

তসলিমার দ্বিতীয় পোস্টটিও রিটুইট করেন আর্চার। তিনি বলেন, ‘মশকরার? কেউই আপনার টুইটে হাসছে না। এমনকি আপনিও নন। আপনি অন্তত টুইটটা মুছে দিতে পারতেন।’

ওআ/